insta logo
Loading ...
×

জঙ্গলে চন্দনের ছায়ায় মাশরুম-মিষ্টি আলুর পাঠ

জঙ্গলে চন্দনের ছায়ায় মাশরুম-মিষ্টি আলুর পাঠ

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ” ভ্রূ পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে।” এবার সেই চন্দনের ছায়ায় সবুজ স্বাবলম্বনের স্বপ্ন দেখছে পুরুলিয়ার যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা। তাঁদের হাতে কলমে মাশরুম ও মিষ্টি আলু চাষের প্রশিক্ষণ দিল বন দফতর। রবিবার পরীক্ষামূলক ভাবে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান ১ রেঞ্জের গঙ্গামান্না গ্রামে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

বন দফতর সূত্রে খবর, ২০২২-২৩ অর্থবর্ষে গঙ্গামান্না মৌজায় চার হেক্টর জমিতে চন্দনের বাগান গড়ে তোলা হয়েছিল যৌথ বন পরিচালন কমিটির তত্ত্বাবধানে। সেই বাগানের ছায়ায়ই এদিন মাশরুম ও মিষ্টি আলু চাষের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাটির বেডে খড় বিছিয়ে মাশরুম চাষের পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি মাটিতে পুঁতে দেওয়া হয় মিষ্টি আলুর বীজ। বন দফতরের আধিকারিকদের মতে, ১৩ থেকে ১৫ দিনের মধ্যে বেড থেকে মাশরুম গজাতে শুরু করবে।

এই মাশরুম ও আলু বিক্রি করে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলেই আশা বন দফতরের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাত সহ পাঁচ রেঞ্জের আধিকারিকরা।

ডিএফও পূরবী মাহাত বলেন, “এই প্রকল্প সফল হলে জেলার প্রতিটি রেঞ্জ এলাকায় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের এইভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।”

Post Comment