insta logo
Loading ...
×

ছাত্রীদের শ্লী.লতাহানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক অধরা কেন? বিক্ষোভ বোরো থানায়

ছাত্রীদের শ্লী.লতাহানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক অধরা কেন? বিক্ষোভ বোরো থানায়

নিজস্ব প্রতিনিধি, বোরো :

হোস্টেলের একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ দায়েরের পরেও তিনি অধরা। তাই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হল এসএফআই ও ডিওয়াইএফআই। বৃহস্পতিবার বোরো থানার সামনে বিক্ষোভ মিছিল করে অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের কর্মীরা।

অভিযোগ, বড়গড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদের দীর্ঘদিন ধরে শ্লীলতাহানি করে আসছেন প্রধান শিক্ষক। বিষয়টি জানতে পেরে অভিভাবকেরা গত ১৫ সেপ্টেম্বর বোরো থানায় লিখিত অভিযোগ জমা দেন। কিন্তু এত দিনেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।

এসএফআই কর্মী সৌমি ধর বলেন, “দোষী প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই। পুলিশ নীরব দর্শক হয়ে থাকতে পারে না।”

অভিভাবকেরাও ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Post Comment