insta logo
Loading ...
×

চোরাশিকারীদের পাতা ফাঁদে পা, ২৪ ঘন্টা পর মানবাজারে মুক্তি বিপদে পড়া সারমেয়র

চোরাশিকারীদের পাতা ফাঁদে পা, ২৪ ঘন্টা পর মানবাজারে মুক্তি বিপদে পড়া সারমেয়র

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


চোরা শিকারিদের পাতা লোহার ফাঁদে পা আটকে পড়ে বিপাকে পড়ল এক কুকুর। টানা প্রায় ২৪ ঘণ্টার প্রচেষ্টার পর রবিবার পুলিশ ও বনদপ্তরের যৌথ তৎপরতায় মুক্তি মিলল ওই অসহায় প্রাণটির।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মানবাজার থানার হরেকৃষ্ণপুর গ্রামে একটি কুকুরকে পায়ে লোহার ফাঁদ জড়ানো অবস্থায় ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই বিষয়টি বনদপ্তর ও পুলিশের নজরে আনেন তারা। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় ওইদিন কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি। ফলে বনদপ্তরের দলকে ফিরে আসতে হয়।

রবিবার সকাল থেকেই গ্রামবাসীরা আবারও কুকুরটির অবস্থান চিহ্নিত করতে থাকেন। দুপুরের দিকে এক বাড়ির সামনে বালির ওপর বসে থাকতে দেখা যায় কুকুরটিকে। এরপর পুলিশ ও বনদপ্তরের কর্মীরা জাল দিয়ে সেটিকে ধরতে সক্ষম হন। সতর্কতার সঙ্গে পায়ে আটকানো লোহার ফাঁদ খুলে দেওয়ার পর তাকে আবার মুক্ত করে দেওয়া হয়। বনদপ্তর ওই ফাঁদ বাজেয়াপ্ত করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কিছু চোরা শিকারি নিয়মিত রাতের অন্ধকারে বন্যপ্রাণ ধরতে এই ধরনের ফাঁদ পেতে রাখে। সাধারণত এই ফাঁদ লোহার তার দিয়ে মাটিতে বেঁধে রাখা হয়। যাতে কোনো
বন্যপ্রাণ ধরা পড়লে পালাতে না পারে। অনুমান করা হচ্ছে, বৃষ্টির জলে ভিজে মাটি নরম হয়ে যাওয়ায় কুকুরটি ছটফট করার সময় ফাঁদটি উপড়ে আসে। যার ফলে সে কিছুটা নড়াচড়া করতে সক্ষম হয়।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গলে ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দেওয়া হয় এবং যৌথ বন ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে বনদপ্তর।

Post Comment