insta logo
Loading ...
×

চোরাই মোবাইল বিক্রি করতে যাওয়ার পথে বলরামপুরে ধৃত যুবক

চোরাই মোবাইল বিক্রি করতে যাওয়ার পথে বলরামপুরে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:


রাতের টহলে সাফল্য পেল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। সোমবার গভীর রাতে টহল দেওয়ার সময় পুলিশের নজরে আসে এক যুবকের সন্দেহজনক চলাফেরা। তৎপরতা দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পারে, ওই যুবকের কাছে রয়েছে তিনটি চোরাই মোবাইল। যা বিক্রি করার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে।

ধৃতের নাম কৈলাস সিং। তার বাড়ি বলরামপুর থানার চুটকিডি গ্রাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৈলাস বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে পুরুলিয়া শহরে বিক্রি করার পরিকল্পনা করেছিল। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ ঘটনাস্থলেই তাকে আটক করে। তল্লাশিতে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হলে চুরির অভিযোগ স্বীকার করে কৈলাস। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকদের সন্ধান শুরু করেছে তদন্তকারী দল।

Post Comment