insta logo
Loading ...
×

চোরাই তামা-লোহা পাচারকাণ্ডে গ্রেফতার দুই, রঘুনাথপুরে বাজেয়াপ্ত ভ্যান

চোরাই তামা-লোহা পাচারকাণ্ডে গ্রেফতার দুই, রঘুনাথপুরে বাজেয়াপ্ত ভ্যান

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

চোরাই তামা ও লোহার টুকরো পাচারের সময় এক পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে গাড়ির চালক ও তার সহযোগী। গাড়ির মালিকের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃতদের নাম শ্যামসুন্দর বাস্কে ও সামিরুল খান। তাদের বাড়ি যথাক্রমে বাঁকুড়ার ছাতনা থানার আমজোর এবং ছাতনা এলাকায়। রবিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর আসে—দুবড়া দিক থেকে রঘুনাথপুরের দিকে আসছে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান, যাতে চোরাই মাল রয়েছে। সেই সূত্রে রাতেই পুলিশের একটি দল শালকা মোড়ে ওত পেতে থেকে গাড়িটিকে আটক করে। তল্লাশিতে উদ্ধার হয় এক কুইন্টাল তামার টুকরো এবং প্রায় পাঁচ টন লোহার টুকরো। কিন্তু এসব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে পারেনি চালক বা তার সহযোগী।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির মালিকের যোগসাজশেই চোরাই সামগ্রী পাচার করা হচ্ছিল। ইতিমধ্যেই অভিযুক্ত মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Post Comment