insta logo
Loading ...
×

চোখের যত্নে সদর থানার অনন্য উদ্যোগ

চোখের যত্নে সদর থানার অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

চোখের আলো ফিরিয়ে দিতে এগিয়ে এল জেলা পুলিশ। ‘‘সবারে করি আহ্বান’’— এই বার্তা সামনে রেখে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ চক্ষু শিবির। সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।

আয়োজনের তারিখ আগামী ৯ সেপ্টেম্বর। স্থান এমএসএ ইন্ডোর স্টেডিয়াম। সকাল ১০টা থেকে শুরু হবে শিবির। আয়োজনে রয়েছেন পুরুলিয়া টাউন থানার পাশাপাশি সদর ট্রাফিক গার্ড। সহযোগিতায় রয়েছে প্রসিদ্ধ চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান পাড়া ‘লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন’

আয়োজকরা জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন, তার জন্য প্রাথমিক পরীক্ষার পর যাঁদের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন ধরা পড়বে, তাঁদের জন্যও থাকবে বিশেষ সুবিধা। সেই খরচও বহন করবে আয়োজক সংস্থা।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘চোখের অসুখে ভুগলেও অনেকেই চিকিৎসার খরচের কারণে সঠিক সময়ে ডাক্তারের কাছে যান না। আমরা চাই, এই শিবিরের মাধ্যমে জেলার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান।’’

শিবিরে অংশ নিতে আধার কার্ড ও মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে বলে জানানো হয়েছে। পুলিশের আশা, সামাজিক দায়িত্ব পালনের এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হবেন।

Post Comment