insta logo
Loading ...
×

চেন্নাইয়ে রহস্যজনকভাবে পরিযায়ী শ্রমিক নিখোঁজ, বাঘমুন্ডি থানায় অপহরণের মামলা পরিবারের

চেন্নাইয়ে রহস্যজনকভাবে পরিযায়ী শ্রমিক নিখোঁজ, বাঘমুন্ডি থানায় অপহরণের মামলা পরিবারের

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি:

চেন্নাইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। এই ঘটনায় শুক্রবার বাঘমুন্ডি থানায় এক ঠিকাদারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের বাবা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

বাঘমুন্ডি থানার নওয়াডি গ্রামের বাসিন্দা হরি ঘাটুয়াল জানিয়েছেন, গত ২৩ আগস্ট গ্রামের আরও সাতজনের সঙ্গে তার ছেলে সন্তোষ ঘাটুয়াল ওরফে মিঠুন চেন্নাইয়ে রওনা দেয় পরিযায়ী শ্রমিকের কাজে যোগ দিতে। তাদের সকলে আড়শা থানা এলাকার এক ঠিকাদারের মাধ্যমে গিয়েছেন সেখানে। ২৫ আগস্ট সকলে কর্মস্থলে পৌঁছানোর পর কিছুক্ষণ পরই সন্তোষের এক সহকর্মী ফোন করে জানায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়েই ছেলের ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

হরি ঘাটুয়ালের অভিযোগ, পয়সার প্রলোভন দেখিয়ে তার ছেলেকে কাজে পাঠিয়েছিল ওই ঠিকাদার। তাদের সন্দেহ, ঠিকাদার ও তার সহযোগীরা পরিকল্পনা করে সন্তোষকে অপহরণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, একই গ্রামে আরেক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার চেন্নাইয়ের কর্মস্থলেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হন নওয়াডি গ্রামের নন্দলাল ঘাটুয়াল বয়স(৫০)। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার তার মরদেহ গ্রামে ফেরার পর এলাকায় শোকের আবহ নেমে আসে।

Post Comment