নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
স্নান করতে নেমে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার বরাবাজার থানার পুঁইজাঙ্গা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানা মাহালি (৪২)। তিনি পুঁইজাঙ্গার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শালদহ নদীর একটি চেক ড্যামে স্নান করতে নামেন মানা। আচমকা নদীর স্রোতে ভেসে গিয়ে চেক ড্যামের একটি হোলে আটকে যান তিনি। চোখের সামনে কাণ্ড ঘটতে দেখে চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বরাবাজার থানায়। ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন বরাবাজার থানার দুই সিভিক ভলান্টিয়ার—আকাশ সিং মোদক ও অজয় মাহাতো।জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নেমে টেনে বার করেন আটকে থাকা দেহটি। তাকে নিয়ে যাওয়া হয় বরাবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে—চিকিৎসক জানান, যুবকটি মারা গিয়েছেন আগেই।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ।
মানাকে বাঁচানো গেল না—তা নিয়ে আক্ষেপ থাকলেও, উদ্ধারকারী দুই সিভিক ভলান্টিয়ারের সাহসিকতায় মুগ্ধ এলাকাবাসী।
Post Comment