নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
দুই যাযাবর কিশোর বাড়ি ফাঁকা পেয়ে সেই বাড়িতে ঢুকে চুরি করে বেরোনোর সময় ধরা পড়ল হাতেনাতে। গ্রামবাসীরা ধাওয়া করে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বরাবাজার থানার ভাগাবাঁধ অঞ্চলের গুড়াডাং গ্রামে। গৃহ কর্ত্রী গায়ত্রী পরামানিক বলেন, “আমার পরিবারের লোকজন প্রতিদিনের মতোই ঘরে তালা লাগিয়ে মাঠে পশু চারণের জন্য গিয়েছিল। বাড়িতে এসে দেখি বাড়ির প্রথম দরজা থেকে দুজন কিশোর বার হচ্ছে। তাদের জিজ্ঞাসা করলে বলে তারা ভিক্ষা নিতে এসেছে। তারপরই বাড়িতে ঢুকে দেখি এলোমেলো ভাবে সবকিছু রয়েছে। আমাদের চিৎকার শুনে ওই দুই কিশোরকে ঘিরে ধরে গ্রামবাসীরা ।”
সিভিক ভলেন্টিয়ার মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। পুলিশ ওই দুই কিশোরকে থানায় নিয়ে যায়।
Post Comment