insta logo
Loading ...
×

চুরি করে আগুন! এ কী কাণ্ড বরাবাজারে

চুরি করে আগুন! এ কী কাণ্ড বরাবাজারে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

খাবারের দোকানে চুরি তো করলই, আর চুরি করে আগুন লাগিয়ে পালালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাত্রে বরাবাজার থানার শাঁখারি মোড় সংলগ্ন একটি খাবারের দোকানে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা। কয়েক মাস আগে নতুন দোকান শুরু করেছেন আর তার মধ্যেই এমন ঘটনায় কার্যত মাথায় হাত দোকানের মালিকের। দোকানের মালিক মনোহর মাহাতো বলেন, “বৃহস্পতিবার গভীর রাত্রে বটগাছ দিয়ে চোরেরা প্রথমে টিনের চালাতে ওঠে তারপর দোকানের ছাদ হয়ে ভেন্টিলিটার দিয়ে ভেতরে ঢোকে। রান্নার সমস্ত বাসনপত্র, গ্যাস ওভেন, কোলড্রিংস, নগদ সাত হাজার টাকা সহ দোকানের সমস্ত কিছু জিনিস দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চুরি করে দোকানে আগুন ধরিয়ে দেয়। “

দোকানের মালিক ভোর বেলায় খবর পেয়ে ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।

Post Comment