insta logo
Loading ...
×

চিকিৎসকের শ্লীলতাহানি, অবশেষে ধৃত অভিযুক্ত অধ্যাপক

চিকিৎসকের শ্লীলতাহানি, অবশেষে ধৃত অভিযুক্ত অধ্যাপক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অধ্যাপিকার শ্লীলতাহানীর অভিযোগে অবশেষে গ্রেফতার পুরুলিয়া সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। সোমবার অধ্যাপকের হাওড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জি আর পি।

ঘটনাটি ঘটে গত ২৬ মে সোমবার হাওড়া চক্রধরপুর ট্রেনে পুরুলিয়া ফেরার সময়। পরদিন পুরুলিয়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক অধ্যাপিকা । বিষয়টি লিখিত ভাবে সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যানকে জানানো হয়। অভিযোগে ওই চিকিৎসক অধ্যাপিকা বলেন ঘটনাটি ঘটে বাঁকুড়া বিষ্ণুপুরের মাঝে। ফলে পুরুলিয়া জি আর পি জিরো এফ আই আর দায়ের করে বাঁকুড়াকে কেস ট্রান্সফার করে। সে কারণেই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে তারা।

পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী বলেন, “আইন আইনের পথে চলবে। “

Post Comment