insta logo
Loading ...
×

চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশের জালে ৬ অভিযুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশের জালে ৬ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে রবিবার পুরুলিয়ার জয়পুর থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন চাকরিতে নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে বহু মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জয়পুর পরিচয় ভবন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।

ঘটনা প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান,
“আমাদের কাছে কয়েকটি নির্দিষ্ট অভিযোগ আসার পর তদন্তে নেমে আমরা একটি চক্রের হদিশ পাই। রবিবার অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি, মোবাইল ফোন, ভুয়ো নিয়োগপত্র এবং নগদ টাকাও উদ্ধার হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রটি শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী জেলাতেও প্রতারণা চালিয়েছে। আমরা ইতিমধ্যেই আরও কিছু ব্যক্তির নাম শনাক্ত করেছি, খুব শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে। সাধারণ মানুষকে আমরা সতর্ক থাকতে অনুরোধ করছি, সরকারি চাকরির নামে কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানান।”

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে পুরো চক্রের পর্দাফাঁস করার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে কেউ প্রভাবশালী ব্যক্তি বা কর্মকর্তা জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment