নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
আবারও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ উঠল পুরুলিয়ায়। বেকারত্বের সুযোগ নিয়ে একাধিক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ যুবকেরা অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
সূত্রের খবর, বুধবার পুরুলিয়ার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বরাবাজার থানার এক বাসিন্দা যুবক। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ২৮ মার্চ বলরামপুর ও পুরুলিয়া মফস্বল থানার দুই যুবক চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির প্রলোভনে তিনি ওই দুই যুবককে ৩৫ হাজার টাকা দেন। শুধু তাই নয়, অভিযোগকারীর দাবি, তাঁর মতো আরও অন্তত তিনজনের কাছ থেকে প্রচুর টাকা নেয় অভিযুক্তরা।
কিন্তু এক বছর পার হয়ে গেলেও কোনো চাকরির খবর না মেলায় সন্দেহ জাগে বেকার যুবকদের মনে। বারবার টাকা ফেরত চাইতে গিয়েও কোনো ফল মেলেনি। উল্টে অভিযুক্তরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপরেই প্রতারিত যুবকেরা বুঝতে পারেন যে তাঁরা এক চক্রের শিকার হয়েছেন।










Post Comment