insta logo
Loading ...
×

চাকড়া গ্রামে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের ঐক্যবদ্ধ আন্দোলন

চাকড়া গ্রামে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের ঐক্যবদ্ধ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

দীর্ঘদিন ধরে অবৈধ মদ বিক্রির কারবার চলছে পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকড়া গ্রামে। অভিযোগ, বাইরের এলাকা থেকে গাড়িতে করে মদ আনা হয় এবং গ্রামে ছোট, মাঝারি ও বড় দোকানগুলিতে সেই মদ খোলাখুলি বিক্রি হয়। এর ফলে অল্পবয়সী যুবক থেকে শুরু করে প্রবীণরা পর্যন্ত মদের নেশায় জড়িয়ে পড়ছে। মাতালদের দৌরাত্মে গ্রামে অশান্তি বাড়ছে, ঘটছে পারিবারিক কলহ, নারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনও বেড়েছে। অনেক পরিবারে নেশার টাকা জোগাড় করতে গিয়ে বাড়ির জিনিসপত্র পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে, যার প্রভাব পড়ছে শিশুদের পড়াশোনায় ও মানসিক স্বাস্থ্যে।

এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার প্রভা পরামানিক, বাসন্তী পরামানিক, অষ্টমী মাহাতো ও সুন্দরা মাহাতোর নেতৃত্বে প্রায় ৩০০ জন মহিলা একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। এর আগে, বুধবার বাইরের থেকে মদবাহী একটি গাড়ি গ্রামে ঢোকার সময় গ্রামবাসী মহিলারা তা আটকান এবং গাড়ি থেকে নামানো মদ ফেলে দেন।

আন্দোলনকারীদের হুঁশিয়ারি—চাকড়া গ্রামে আর কোনওভাবেই মদ বিক্রি চলতে দেওয়া হবে না। তবুও যদি অবৈধভাবে মদ বিক্রি চালানো হয়, তবে তারা বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Post Comment