নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
চলন্ত বাইকের উপর গাছের শুকনো ডাল পড়ে জখম হলেন এক যুবক ও এক মহিলা। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বরাবাজার থেকে বলরামপুরে আসার পথে পতিডি এলাকায় বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাইক আরোহী লোচন মাহাতো ও মহিলা আরোহী যশোদা মাহাতো—উভয়েরই বাড়ি ঝাড়খণ্ডের বড়াম থানার গাগী বুরু গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে নিয়ে যান।
আহত লোচন মাহাতোর দাবি, ঘটনার সময় এক ব্যক্তি গাছে উঠে ডাল কাটছিলেন। সেই সময় একটি শুকনো ডাল আচমকাই ভেঙে পড়ে তাদের চলন্ত বাইকের উপর। তাতেই দুজন জখম হন এবং বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে জখমদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। দুজনেই বর্তমানে বাঁশগড় হাসপাতালে চিকিৎসাধীন।







Post Comment