insta logo
Loading ...
×

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, প্রা*ণ বাঁচালো দুই মহিলা রেল পুলিশ

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, প্রা*ণ বাঁচালো দুই মহিলা রেল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

স্টেশনে খাবার কিনে ট্রেনে উঠতে যাচ্ছিলেন। আর সেই সময় ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। এক যাত্রী দিল্লি পুরী চলন্ত পুরুষোত্তম এক্সপ্রেসে উঠতে গিয়ে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে কর্তব্যরত দুই মহিলা রেল পুলিশ কনস্টেবল দ্রুত ছুটে এসে তাকে টেনে প্রাণে বাঁচান।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন দিল্লি–পুরী পুরুষোত্তম এক্সপ্রেস ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এক যাত্রী ট্রেন থেকে নেমে ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করেন। ট্রেন ছাড়ার সময় তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করলে তিনি বিপদে পড়েন। ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের সিসি ক্যামেরায়।

ঘটনার পর গার্ডের নির্দেশে চালক ট্রেন থামিয়ে দেন। পরে ওই যাত্রী ফের পুরুষোত্তম এক্সপ্রেসে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

Post Comment