insta logo
Loading ...
×

ঘাটতি মিটিয়ে ডবল বৃষ্টি

ঘাটতি মিটিয়ে ডবল বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ঘাটতি তো মিটলোই। সঙ্গে জুন জুড়ে স্বাভাবিকের তুলনায় প্রায় ডবল বৃষ্টিপাত হলো পুরুলিয়ায়। জুন মাসে এ জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৫২.৯ মিমি। তার থেকে ১২১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। জুন মাস জুড়ে এ জেলায় বৃষ্টিপাতের মোট পরিমাণ ৫৫৯.৭১ মিমি।

গোটা পুরুলিয়া জেলা জুড়ে রবিবার দিনভর বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা গেল। জেলার বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন জেলাজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৯.৪৫ মিলিমিটার।

সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বরাবাজারে, ১৩২.৪ মিলিমিটার। পাশাপাশি কাশিপুরে ৯৫.৪ মিলিমিটার, নিতুড়িয়ায় ৮৬.২ মিলিমিটার, সাঁতুড়িতে ৮৩ মিলিমিটার এবং হুড়ায় ৭৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাঘমুণ্ডি (৫৭.২ মিমি), পুঞ্চা (৫৬.৬ মিমি) এবং বলরামপুর (৫৫.৪ মিমি) এলাকাতেও ভালো বৃষ্টির খবর মিলেছে।

অন্যদিকে, তুলনামূলক কম বৃষ্টি হয়েছে ঝালদায় (৫.৮ মিমি) এবং হাতোয়াড়ায় (১৯.২ মিমি)। জয়পুর (২৮.৪ মিমি), মানবাজার (৪৩ মিমি), এবং পাড়ায় (৩৬.৮ মিমি) বৃষ্টির প্রভাব মাঝারি মাত্রায় দেখা গিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা ছিল কিছুটা সহনীয়।

Post Comment