নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বনদপ্তরের জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল পাকা বাড়ি। বার বার সতর্ক করার পরেও, কর্ণপাত করেননি দখলদার। শেষমেশ মঙ্গলবার আড়শা ব্লকের উলুগোড়িয়া মৌজায় অবৈধ নির্মাণ ভেঙ্গে দিল আড়শা বনদপ্তর। পরে ওই জমিতে বনসৃজন করা হয়।
বন দফতর জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তি প্রায় তিন বিঘার বেশি জমি অন্যায় ভাবে দখল করে চাষাবাদ করছিলেন। সম্প্রতি ওই ব্যাক্তি সেখানে বাড়িও নির্মাণ করেন। বন দফতরের ওই জমি থেকে উঠে যাওয়ার জন্য একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু ওই ব্যাক্তি নোটিশের কোনো জবাব দেননি। তাছাড়া জমিটিও হাতছাড়া করেননি। এই পরিস্থিতিতে সম্প্রতি স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যরা তাদের আড়শা রেঞ্জে লিখিত ভাবে ওই জমিটি দখলমুক্ত করার জন্য আবেদন জানান। এর পরেই বন দফতর কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।
মঙ্গলবার আড়শা রেঞ্জের বনকর্মীরা স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তার পরেই বেআইনি নির্মীয়মান বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। প্রথমে বাধার মুখে পড়লেও ,পরে স্বাভাবিক ভাবেই বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তার পরেই দখলমুক্ত ওই জমিতে চারা গাছ লাগানো হয়।
বন দপ্তরের এক আধিকারিক বলেন, “আমরা ওই ব্যাক্তিকে একাধিকবার জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলাম।। কিন্তু কোনোও কাজ হয়নি । বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে।”
Post Comment