insta logo
Loading ...
×

ঘরে বসেই দীঘার জগন্নাথ দর্শন!

ঘরে বসেই দীঘার জগন্নাথ দর্শন!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ঘরে বসেই দেখা মিলবে দীঘায় জগন্নাথ ধামে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা? না টিভির পর্দায় নয়, একেবারে জায়ান্ট স্ক্রিনে রয়েছে লাইভ দর্শনের সুযোগ। তবে ঘর থেকে দু পা বার হলেই পুরুলিয়া জেলা প্রশাসনের সৌজন্যে সেই সুযোগ নিতে পারবেন পুরুলিয়াবাসী।

সুদূর পুরীই শুধু নয়, জগন্নাথ দর্শন এবার বাংলার দীঘাতেও।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র সমুদ্র সুন্দরী দীঘাতে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। ‌ আনুষ্ঠানিকভাবে অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ ৩০শে এপ্রিল বুধবার এই মন্দিরের সূচনা হতে চলেছে। অনেকেই এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে চান। কিন্তু অনেকেরই ইচ্ছা থাকলেও দীঘায় এই জগন্নাথ মন্দির দর্শন করতে পারছেন না। তাই তাদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি পুরুলিয়া থেকে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে উদ্বোধনী অনুষ্ঠান সবকিছুই দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

সবার পক্ষে দীঘায় যাওয়া সম্ভব নয়। অতিরিক্ত মানুষজনকেও তো সেখানে ঢুকতে দেওয়া হবে না। তাই তাঁদের কথা ভেবেই জায়ান্ট স্ক্রিনে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার লাইভ দর্শন করানোর সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবন, জেলার পুরসভা সহ ব্লকে ব্লকে ওই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
শুধু তাই নয়। বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করে চলবে প্রচার। পাড়ায় পাড়ায় হবে প্রসাদ বিতরণ। সমস্ত পুরুলিয়াবাসীদের এই বিশেষ দিনের সাক্ষী হওয়ার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয় পুরুলিয়া জেলা তৃণমূলের তরফে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পুরুলিয়া জেলা সভাপতি সুপ্রিয় দত্ত বলেন, ” মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বাংলার বুকে এই অনিন্দ্যসুন্দর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। তাঁর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

Post Comment