insta logo
Loading ...
×

ঘন্টাখানেক লড়াইয়ে কুয়োয়, অভিনব উদ্ধারের ভিডিও ভাইরাল

ঘন্টাখানেক লড়াইয়ে কুয়োয়, অভিনব উদ্ধারের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :

প্রবল লড়াই শেষে পালাতে গিয়ে পড়ে গেল কুয়োয়! না মানুষ নয়, বৃষভ। গোদা বাংলায় ষাঁড়। রবিবার সকালে বরাবাজার থানার পাঞ্জনবেড়া গ্রামে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইলেন স্থানীয় বাসিন্দারা। ঘণ্টা খানেক ধরে দুই ষাঁড়ের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। তারই শেষ পর্বে হঠাৎ পরাস্ত ষাঁড় পালাতে গিয়ে তিরিশ ফুট গভীর একটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় কুয়োতে জল ভরেই তাকে উদ্ধার করেন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুই ষাঁড়ের সংঘর্ষ শুরু হয়। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিল না । ঘণ্টাখানেকের এই রোমাঞ্চকর লড়াই শেষে একটি ষাঁড় পিছিয়ে পড়ে। তখনই অপর ষণ্ড তাকে তাড়া করতে গেলে পাশেই থাকা একটি পুরনো বেড়াহীন কুয়োয় গড়িয়ে পড়ে পরাজিত ষাঁড়টি।

দ্রুত ছুটে আসেন গ্রামবাসীরা। খবর যায় বরাবাজার থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। প্রথমে স্থানীয়রাই উদ্ধারের চেষ্টা চালালেও কুয়োর গভীরতা ও বিপজ্জনক অবস্থান দেখে শেষমেশ খবর দেওয়া হয় মানবাজার দমকল কেন্দ্রকে।

দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অপারেশন শুরু করে। গভীর কুয়োয় নামানো হয় জল। ধীরে ধীরে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ষাঁড়টি। অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার হয় বিশালদেহী পশুটি।
দমকল কর্মীদের তৎপরতা এবং অভিনব উদ্ধার পদ্ধতির প্রশংসা করছেন সবাই। উদ্ধারের ভিডিও সমাজমাধ্যমে হয়েছে ভাইরাল।

Post Comment