নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
কর্পোরেট শহরের ঝলমলে উৎসব আয়োজনকে যেন টেক্কা দিয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত চেক্যা গ্রাম। পাহাড়-জঙ্গল ঘেরা কোটশিলার এই ছোট গ্রামটি আজ আলো, রঙ, আর আনন্দের মেলবন্ধনে একেবারে নতুন রূপে সেজে উঠেছে। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে গোটা গ্রামটাই এখন উৎসবের শহরে পরিণত হয়েছে।
পুজোর আয়োজক ‘ইয়ং স্টার মা লক্ষ্মী ক্লাব’— তবে এ পুজো শুধুই ক্লাবের নয়, গ্রামের প্রতিটি মানুষ যেন এর অংশীদার। সকলে মিলে একসুরে বলছেন, “এ আমাদের গ্রামের উৎসব, আমাদের গর্ব।”

এ বছর সপ্তম বর্ষে পা দিয়েছে এই পুজো। বাজেট প্রায় চার লক্ষ টাকার হলেও, কারও উপর চাঁদার জোর নেই। স্থানীয়দের কথায়, “ধনদেবীর আরাধনায় গ্রামের মহিলারাই বছরভর ঝাঁপি ভরে রাখেন— সেই টাকাতেই হয় দেবীর মহাউৎসব।”
চেক্যা গ্রাম যেন এই কয়েক দিনের জন্য পরিণত হয়েছে এক সাংস্কৃতিক মঞ্চে। পালা-কীর্তন, নাটক, সংগীত আর ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মেতে ওঠে সকলে। দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই গ্রামীণ পুজো দেখতে।

ক্লাবের সভাপতি কাশিরাম কুমার বলেন,
আমাদের গ্রামের মানুষ একসঙ্গে মিলে এই পুজো করেন। চার দিন ধরে চলে পূজা, প্রতিদিনই আলাদা আনন্দ।”
ক্লাবের সদস্য বদন কুমার বলেন, “এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের গ্রামের ঐক্য আর ভালোবাসার প্রতীক।”
আলোয় আলোকিত চেক্যা গ্রাম যেন বলে দিচ্ছে — উৎসব মানেই শহরের একচেটিয়া আধিপত্য নয়, আন্তরিকতা আর ঐক্য থাকলে গ্রামও হয়ে উঠতে পারে এক অপূর্ব উৎসব।
Post Comment