নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পুরুলিয়া শহরে গৃহস্থের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে আহত তিনজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের চাষা পাড়া এলাকায়।
জানা গিয়েছে ওই পরিবারের সদস্যরা একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত আটটা নাগাদ বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান এলাকাবাসীরা। পরপর বার্স্ট করে দুটি গ্যাস সিলিন্ডার। আগুন নেভাতে গিয়ে আহত হন স্থানীয় যুবক বাপি মোদক, বিশ্বজিৎ মাঝি ও শম্ভু রজক। তাদের ভর্তি করা হয় পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে আসে দমকল। আসে পুলিশ। তীব্র আগুনে বাড়ির সর্বস্ব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে দমকলের প্রাথমিক অনুমান ।
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসেন। অবস্থা দেখে হতবাক হয়ে যান তারা। বড়সড় দুর্ঘটনা এড়াতে গোটা এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি পরিবারের সদস্যরা।
Post Comment