নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
আই. সি. এ. আর.সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট (CIFRI), ব্যারাকপুরের উদ্যোগে পুরুলিয়ার মানবাজারে আদিবাসী মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মাছ চাষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৩৮৯ বিঘা বিস্তৃত আটটি পুকুরে মোট ৩৫টি স্বনির্ভর দলের অন্তর্ভুক্ত ৩৫০ জন আদিবাসী মহিলার হাতে এই প্রকল্পের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে পুকুরগুলির উপযোগিতা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মাছের চারা, প্রায় ৪০০ প্যাকেট মাছের খাবার, জাল, নৌকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ চাষীদের মধ্যে বিতরণ করা হয়। মৎস্য বিজ্ঞানীদের তত্ত্বাবধানে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রকল্পে গুরুত্বপূর্ণ সহযোগিতা করার জন্য গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকাকে বিশেষভাবে স্বীকৃতি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃতজ্ঞতা স্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ১০টি সুসজ্জিত ও আধুনিক এক্যুরিয়াম, যার প্রতিটিতে রয়েছে নানা প্রজাতির রঙিন মাছ। ইতিমধ্যেই বিদ্যালয় এই এক্যুরিয়ামগুলি বিভিন্ন প্রশাসনিক বিভাগ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বণ্টন করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মানজনক উপহারের জন্য আইসিএআরের ডিরেক্টর ড. বসন্ত কুমার দাস, সিনিয়র সায়েন্টিস্ট ড. অপর্ণা রায়, টেকনিক্যাল অফিসার শ্রী সুজিত চৌধুরী ও শ্রী লোকনাথ চক্রবর্তীকে সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান জাতীয় শিক্ষক শ্রী অমিতাভ মিশ্র।











Post Comment