insta logo
Loading ...
×

গোপন সূত্রে অভিযান, পাচারের আগেই বাজেয়াপ্ত কাঠ বোঝাই লরি

গোপন সূত্রে অভিযান, পাচারের আগেই বাজেয়াপ্ত কাঠ বোঝাই লরি

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

কাঠ পাচার রুখে বড় সাফল্য পেল বন দফতর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ ঘন মিটার আকাশমনি ও শিরীষ কাঠ বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করল কংসাবতী উত্তর বনবিভাগের পাড়া রেঞ্জের বনকর্মীরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, পাড়া থানার অন্তর্গত গুড়গুড়িয়া মোড় এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি দল ওই এলাকায় হানা দেয়। সেই সময় কাঠ বোঝাই লরিটি একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে লরির চালক এবং সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়।

পরে লরিটি পরীক্ষা করে দেখা যায়, তাতে প্রায় ১০ ঘন মিটার আকাশমনি ও শিরীষ প্রজাতির গাছের গুঁড়ি বোঝাই ছিল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। তবে কাঠগুলির সঙ্গে কোনও বৈধ নথি না থাকায়, তা অবৈধভাবে পাচার করার চেষ্টা বলেই সন্দেহ করা হচ্ছে।

বন দফতর ইতিমধ্যেই কাঠসহ লরিটি বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Post Comment