insta logo
Loading ...
×

গুজরাট থেকে নি*খোঁজ ব*ধূকে উদ্ধার করল পুলিশ

গুজরাট থেকে নি*খোঁজ ব*ধূকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

জেলা পুলিশের আবার এক সাফল্য। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক গৃহবধূকে গুজরাট থেকে উদ্ধার করল আড়শা থানার পুলিশ। বুধবার তাঁকে নিয়ে আসা হয় । বৃহস্পতিবার জেলা আদালতে তোলা হলে, বিচারক তাঁর গোপন জবানবন্দি নেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়শা থানা এলাকার ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার পর , পরিবারের তরফে আড়শা থানায় ডায়েরি করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই গৃহবধূ গুজরাটে রয়েছেন। তারপরেই পুলিশ একটি বিশেষ দল গঠন করে। তারপরেই ওই দল সেখানে গিয়ে উদ্ধার করে ওই গৃহবধূ কে।

মেয়েটির বাপের বাড়ি আড়শা থানা এলাকায় এবং শ্বশুরবাড়ি টামনা থানা এলাকায় বলে জানা গেছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Post Comment