insta logo
Loading ...
×

গানের সুরে সেরার সেরা পুরুলিয়ার খুদে পর্ণশ্রী

গানের সুরে সেরার সেরা পুরুলিয়ার খুদে পর্ণশ্রী

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

স্টেট লেভেল সিঙ্গিং কম্পিটিশন গ্রান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হল কাশিপুর পঞ্চকোট রাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ছাত্রী পর্নশ্রী মন্ডল। স্যান্ডি প্রোডাকশন আয়োজিত তিন মাস ধরে চলা এই প্রতিযোগিতায় কলকাতার দমদম মিউনিসিপাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেরার সেরা সিজিন- ৭ গ্রান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হল পর্ণশ্রী মন্ডল। পুরুলিয়ার সৌন্দর্যকে নিয়ে লেখা দোহার ব্যান্ডের গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্য গাওয়া বিখ্যাত মাটির ঝুমুর গান ” খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন” গেয়ে সে সেরার শিরোপা ছিনিয়ে নেয় সে। তার এই সাফল্যে খুশি সকলেই। ১১ বছর বয়সেই সে এখন সেলিব্রেটি।

ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত পর্ণশ্রী। অনেক আগে থেকেই পরিবারের সংগীত চর্চার ধারা রয়েছে। তাদের আদি বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরে হলেও,বাবা কর্মসূত্রে পুরুলিয়ার কাশিপুরে থাকেন। তার বাবা কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক।বাবা মা দুজনেই গানের সাথে যুক্ত থাকায় ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি, গানকেই সঙ্গী করে নিয়েছে পর্ণশ্রী। সে বর্তমানে কাশিপুর ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ছাত্রী। গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে ছিলেন ফিল্ম ডিরেক্টর অশোক ভদ্র, জয় চক্রবর্তী, জি বাংলা সেলিব্রেটি প্রণয় মজুমদার, মুম্বাই মিউজিক ডিরেক্টর অরিন্দম চক্রবর্তী, জি বাংলা সারেগামাপা সেলিব্রেটি সায়ম পাল, সুজয় ভৌমিক, গোপাল দাস।


পর্ণশ্রী বলে, “এর আগেও অনেক পুরষ্কার পেয়েছি। এই রকম প্রতিযোগিতায় সেরা হতে পেরে ভালো লাগছে।”
পর্ণশ্রীর বাবা প্রসেনজিৎ মন্ডল বলেন, ” বাংলার বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ছেলেমেয়ে গানের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে মেয়ে চ্যাম্পিয়ন হওয়ায় খুব খুশি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার পন্ডা বলেন, “পর্ণশ্রী লেখা পড়াতে খুবই মেধাবী। লেখাপড়ার পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়ে তার দক্ষতা প্রশংসনীয়। “

পর্ণশ্রীর সব ধরনের গান পছন্দ হলেও, শিল্পীদের মধ্যে তার আইডল- লতা মঙ্গেশকর । পাশাপাশি মান্না দে,আশা ভোঁসলের গানও তার খুব পছন্দের ।

Post Comment