insta logo
Loading ...
×

গাছকে ‘মানুষ’ করে পুরস্কৃত ৩০ নৃত্যশিল্পী

গাছকে ‘মানুষ’ করে পুরস্কৃত ৩০ নৃত্যশিল্পী

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:-

গাছকে মানুষ করার কথা লিখেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর দেখানো পথেই যেন পরিবেশ রক্ষায় এক অভিনব উদ্যোগের নজির গড়লো মানবাজারের নৃত্যম কলা কেন্দ্র। গত বছর কেন্দ্রের পক্ষ থেকে এক বিশেষ প্রকল্পে নৃত্যশিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছিল বেশ কিছু চারা গাছ। শর্ত ছিল—সেগুলিকে সযত্নে লালন-পালন করে এক বছর বাঁচিয়ে রাখতে হবে। সেই চ্যালেঞ্জ সফলভাবে রক্ষা করায় ৩০ জন শিল্পীকে রবিবার পুরস্কৃত করা হল।
এদিন মানবাজার নৃত্যম কলা কেন্দ্রের শিক্ষা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়া হয় সফল শিল্পীদের হাতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং পরিবেশ সম্পর্কে বাকি শিল্পীদেরও সচেতন ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ।
অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয় এক কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকলে মিলিয়ে দিনভর অনুষ্ঠান পরিণত হয় এক মনোজ্ঞ পরিবেশবান্ধব মিলনমেলায়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Post Comment