নিজস্ব প্রতিনিধি, আড়শা :
গলায় ফাঁস এবং হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার হল এক কলেজ পড়ুয়ার দেহ। মর্মান্তিক এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার আড়শা থানার ঠাকুরসীমা গ্রামে। বৃহস্পতিবার সকালে নিজের মামার বাড়ির ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় নীরদ বাউরি (২০) নামে ওই তরুণের দেহ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নীরদ ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার চিড়দা গ্রামের বাসিন্দা হলেও, পড়াশোনার সুবাদে কিছুদিন ধরে আড়শার ঠাকুরসীমা গ্রামে মামার বাড়িতে থাকত। সে পুরুলিয়ার একটি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
ঘটনার দিন সকালে দীর্ঘ সময় ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের। ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায়, জানালার পথ দিয়ে ঘরে ঢোকেন তারা। তখনই দেখা যায়, নীরদ সিলিং ফ্যানে ঝুলছে, এবং তার বাম হাতের শিরা কাটা অবস্থায় রয়েছে। ঘরের মেঝে রক্তে ভেসে যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।তড়িঘড়ি তাকে সিরকাবাদ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও আর কিছুই করার ছিল না।
প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবার ও স্থানীয় মহলে।
Post Comment