নিজস্ব প্রতিনিধি, আড়শা :
এক গর্ভবতী তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য আড়শার পলপল গ্রামে। মৃতার নাম সুশুমা কুমার (১৯)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার ভোরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখনই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নিয়ে যান সিরকাবাদ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। সুশুমা অন্তঃসত্ত্বা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ম্যাজিস্ট্রেট পর্যায়ে সুরতহাল করা হয়।
এই ঘটনায় আড়শা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post Comment