নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :
গরু বোঝাই একটি অটো বাজেয়াপ্ত করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। ঘটনায় অটোর চালক সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন বাঘমুন্ডির বাসিন্দা দিলীপ গরাঁই এবং সিন্দরি গ্রামের আফতাব আলম। সোমবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে মাঠা বন দফতরের কার্যালয়ের কাছে গরু বোঝাই অটোটি আসছিল। পুলিশ সেটি আটক করে বৈধ নথি প্রদর্শনের অনুরোধ জানায়। তবে চালক বা সহযাত্রী কেউই নথি দেখাতে পারেননি বলে অভিযোগ।
অভিযোগ আরও, ছোট আকারের অটোর মধ্যে তিনটি গরুকে অত্যন্ত নিষ্ঠুরভাবে পরিবহণ করা হচ্ছিল। ফলে গরুগুলি সহ অটোটি বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
Post Comment