insta logo
Loading ...
×

গরু পাচার রুখল গ্রামবাসীরা

গরু পাচার রুখল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

গরু পাচার রুখল গ্রামবাসীরা। টোটোতে করে গরু পাচারের সময় টোটো আটকে পুলিশের হাতে তুলে দিল তারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার তেঁতলো গ্রামে। পরে ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ টোটো সহ পাঁচটি গরু উদ্ধার করে। পাশাপাশি এই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। পুলিশ জানিয়েছে ধৃতদের কাছে গরু নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজপত্র ছিল না। ধৃতরা হল পুরুলিয়া শহরের কসাই ডাঙ্গার বাসিন্দা আব্দুল্লাহ কুরেশি ও কাটিন পাড়ার শেখ মঞ্জুর আলম। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

মঙ্গলবার দুপুরে একটি টোটোর মধ্যে পাঁচটি গরুকে নিষ্ঠুরভাবে বেঁধে নিয়ে যেতে দেখেন গ্রামবাসীরা। পরে তারা তেঁতলো গ্রামের হরি মন্দিরের সামনে ওই টোটোটিকে আটক করেন। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Post Comment