নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সোমবার, ঘটনা নিতুড়িয়া থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই এলাকার গরু দিনদুপুরে নিখোঁজ হয়ে যাচ্ছিল। এরপরেই গ্রামবাসীরা ওত পেতে থাকে। সোমবার দুপুরে ওই ব্যক্তি এলাকায় আসতেই গ্রামবাসীরা আটক করে গাছে বেঁধে রাখে। খবর দেওয়া হয় নিতুড়িয়া থানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তির নাম ও ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
Post Comment