দেবীলাল মাহাতো, পুরুলিয়া :
কালীপুজোর দিন থেকেই পুরুলিয়ার গ্রামাঞ্চলে শুরু হয়েছে বাঁদনা পরব। জেলার বিভিন্ন প্রান্তে ভাতৃদ্বিতীয়ার দিন গরুখুঁটা পরবে মেতেছেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে গরুর গোয়ালঘরে চলে বিশেষ পুজো। গরুর মাথায় ধানের মুকুট পরানো হয়, শরীরে রঙিন ছাপ দেওয়া হয়। এরপর গরুকে খুঁটায় বেঁধে ঢোল, ধামসা, মাদলের তালে তালে হয় ‘গরু খুঁটানো’। গ্রামের মহিলারা গরুর কপালে সিঁদুর পরিয়ে দেন, পুরুষেরা খুঁটানোর কাজে যোগ দেন।

জেলার ঝালদা, বলরামপুর, পাড়া, বরাবাজার, বান্দোয়ান, জয়পুর-সহ বিভিন্ন ব্লকে এই পরব উপলক্ষে গ্রামে গ্রামে উৎসবের আবহ। অনেক জায়গায় সন্ধ্যায় হয় গান-বাজনা ও নাচগান।
যদিও এই উৎসবের কোনো পৌরাণিক ভিত্তি নেই বলে জানাচ্ছেন স্থানীয়রা। তাঁদের মতে, কৃষিজীবী সমাজে গরুর প্রতি শ্রদ্ধা ও ফসল ভালো হওয়ার আশাতেই এই অনুষ্ঠান পালিত হয়। কেউ কেউ বলেন, ধান কাটার আগে গরুর শক্তি যাচাইয়েরও এটি এক ঐতিহ্যবাহী উপায়।

প্রবীণ বাসিন্দা দীনেশ মাহাতো বলেন, “আগে আনন্দের জন্যই করতাম, এখন এটা আমাদের গ্রামের ঐতিহ্য হয়ে উঠেছে।”
কালীপুজো, ভাইফোঁটার মতোই বাঁদনা এখন পুরুলিয়ার মাটির উৎসব—গরু, কৃষক আর মাঠের মিলন পরব।











Post Comment