সুইটি চন্দ্র, পুরুলিয়া :
কাটল না ২৪ ঘন্টাও। বিহারের গয়া স্টেশনে রেলযাত্রীর ব্যাগ থেকে সোনা ও রুপোর অলংকার চুরির ঘটনায় সোনা চোর মহিলাকে ধরে ফেলল পুরুলিয়া জেলা পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৫৩ গ্রাম সোনা ও ২০ গ্রাম রুপোর অলংকার। ধৃতের নাম রবিতা দেবী, তাঁর বাড়ি পুরুলিয়া শহরের কাটিন পাড়া এলাকায়।
শনিবার সকালে পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পালের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযানে নামে। পুরুলিয়া শহরের কাটিন পাড়ায় ওই মহিলার বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই রবিতা নিজের অপরাধ স্বীকার করে নেন। পরে তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিনহা রায় জানান, “গয়া পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত টিম গঠন করে অভিযান চালানো হয়। ধৃতের হেফাজত থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গয়া স্টেশনে এক রেলযাত্রীর ব্যাগ থেকে অলংকার চুরি করে দুই মহিলা। ঘটনাস্থলে এক অভিযুক্ত ধরা পড়লেও অপরজন পালাতে সক্ষম হয়। এরপরেই গয়া পুলিশ মধ্যরাতে যাবতীয় তথ্য দেয় পুরুলিয়া জেলা পুলিশকে। সেই সূত্র ধরেই অভিযানের রূপরেখা তৈরি হয় এবং সফল অভিযান চালিয়ে রবিতা দেবীকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় তদন্ত আরও জোরদার করা হয়েছে। পুলিশ মনে করছে, এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকতে পারে। ধৃতকে হেফাজতে নিয়ে সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
Post Comment