নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম দেবী গন্ধেশ্বরীর পুজো। বৌদ্ধ ধর্মালম্বীরাও এই পুজো পালন করে থাকেন। বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহারে, অন্যান্য হিন্দু দেবদেবীর সঙ্গে গন্ধেশ্বরীরও একটি মূর্তি আছে।

তবে সেটি ঐ বৌদ্ধ বিহারের মত খুব প্রাচীন নয়। গন্ধেশ্বরী দেবী আদ্যাশক্তি দুর্গারই অন্যরূপ। গন্ধবণিক সম্প্রদায়ের ব্যবসায়ীরা এইদিন তাঁদের হিসেব খাতা এবং ওজন পরিমাপের যন্ত্র দেবীর সামনে সাজিয়ে রাখেন। গন্ধেশ্বরীর আশীর্বাদ নিয়েই সারা বছরের ব্যবসার সমৃদ্ধি কামনা করা হয় এই দিনে।

বাংলার বিভিন্ন জায়গায় দেবী গন্ধেশ্বরী পূজা করা হয়। পাশাপাশি সোমবার মানবাজারে গন্ধেশ্বরী মন্দিরে জাঁকজমক সহকারে আয়োজিত হলো গন্ধেশ্বরী পূজো। জেলার জেলা সদর পুরুলিয়া, জয়পুর, বান্দোয়ান, পুঞ্চা, রঘুনাথপুর, তুলিন সহ বিভিন্ন এলাকায় আয়োজিত হয় দেবী গন্ধেশ্বরীর আরাধনা।
Post Comment