নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
গণেশ, শিব ও দুর্গার পর পূজিত হন মা মনসা। প্রায় ৭০ বছরের ঐতিহ্য বহন করে চলা এই প্রাচীন মনসা পুজোয় এবারও ভক্তদের ভিড় জমেছে ঝালদার আনন্দবাজার বাগতি পাড়ায়।
পরিবারের সদস্য নমিতা বাগতি জানান, তার মা প্রথমে স্বপ্নাদেশে এই পুজোর নির্দেশ পান। তবে নানা কারণে সঙ্গে সঙ্গে পুজো শুরু করা সম্ভব হয়নি। তিন বছর পর ফের স্বপ্নাদেশ আসার পর তার দাদা মনসারাম বাগতি প্রথম এই পূজার সূচনা করেন। সে সময় একসঙ্গে ১২টি প্রতিমার পুজো হত। মনসারাম বাগতির মৃত্যুর পর পুজোয় কিছু পরিবর্তন আসে। বর্তমানে প্রথমে গণেশ, শিব ও দুর্গার পূজা শেষে অনুষ্ঠিত হয় মা মনসার আরাধনা। পাশাপাশি পূজিত হন দুই পরি ও পঞ্চ নাগ। যদিও এটি পারিবারিক পুজো, তবে পাড়া-প্রতিবেশী ও আশপাশের মানুষও এতে সমানভাবে অংশ নেন।
প্রতি বছর শ্রাবণের শেষ দিনে শুরু হয়ে টানা তিন দিনব্যাপী চলে এই পুজো। এছাড়াও প্রতিদিনই নিয়মিত নিত্যপুজো হয়। এক সময় জাঁকজমক করে আয়োজিত হলেও বর্তমানে নানা সমস্যার কারণে কেবল নিয়মমাফিক পুজোই সম্পন্ন হয়।
Post Comment