insta logo
Loading ...
×

গণেশ পুজো উপলক্ষে নিতুড়িয়ায় চক্ষু পরীক্ষা শিবির

গণেশ পুজো উপলক্ষে নিতুড়িয়ায় চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

গণেশ পুজো উপলক্ষে নিতুড়িয়ার পারবেলিয়া ইসিএল ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো পঞ্চদশ বর্ষ চক্ষু পরীক্ষা শিবির। প্রয়াত তৃণমূল নেতা শশীভূষণ প্রসাদ যাদবের স্মৃতিতে পুজোর দশম দিনে আয়োজন করা হয় এই শিবিরের। একই সঙ্গে শিক্ষক দিবস উপলক্ষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে মাল্যদান করা হয় শশীভূষণ প্রসাদ যাদবের প্রতিকৃতিতেও। এর পরেই আনুষ্ঠানিকভাবে শিবিরের সূচনা হয়।

উদ্যোক্তাদের পক্ষে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, “এদিন ২০ জন মহিলা সহ মোট ৬৬ জন রোগী চক্ষু পরীক্ষা করা হয়। ১৮ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। “

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচডিএফসি লাইফ ইন্সিওরেন্সের এরিয়া হেড (বর্ধমান) দীপঙ্কর রায়। আরও উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পারবেলিয়া শাখার ম্যানেজার সুনীল কুমার শর্মা, দীনেশ মণ্ডল, সঞ্জয় যাদব এবং মৃদুল সরকার।

Post Comment