নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
গণেশ পুজোর মঞ্চেই ধরা পড়ল সামাজিক দায়বদ্ধতার ছবি। নিতুড়িয়ার পারবেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি প্রযুক্তিবিদদের সংগঠন স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্টস সার্ভিস অ্যাসোসিয়েশন (সাটসা) তাদের কাজের খতিয়ান সম্বলিত পুস্তিকা তুলে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর হাতে।
কৃষি প্রযুক্তিবিদদের বৃহত্তম সংগঠন সাটসা শুধু সরকারি প্রকল্প রূপায়ণেই সীমাবদ্ধ নয়, বরং সারা রাজ্য জুড়েই তারা নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। রক্তদান শিবির, চারাগাছ প্রদান, বস্ত্র বিতরণ, বন্যা সহনশীল ধানের বীজ বিলি, বই ও ক্রীড়া সরঞ্জাম দান—এসবের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।
সরকারি কাজের সহযোগী শক্তি হিসেবে জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সাটসা এই উদ্যোগগুলির বাস্তবায়ন করছে। সেই সমস্ত কাজের খতিয়ান নিয়েই এদিন প্রকাশ্যে আনা হয় পুস্তিকাটি।
সভাধিপতির হাতে পুস্তিকাটি যুগ্মভাবে তুলে দেন সাটসা, পুরুলিয়া জেলা শাখার সদস্য তথা নিতুড়িয়া ব্লকের সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন এবং নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুরের পুরপ্রধান তরনী বাউরি প্রমুখ।
Post Comment