insta logo
Loading ...
×

‘খেলা হবে’ দিবস উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচ আড়শায়

‘খেলা হবে’ দিবস উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচ আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

‘খেলা হবে’ দিবস উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন হল আড়শায়। শনিবার আড়শা ব্লক যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই খেলার আয়োজন হয় আড়শা স্টেডিয়ামে। মুখোমুখি হয় আড়শা পঞ্চায়েত সমিতি একাদশ বনাম আড়শা থানা পুলিশ একাদশ। খেলায় ৩-১ গোলে জয়ী হয় আড়শা থানা পুলিশ একাদশ। এদিন খেলা দেখতে ভীড় জমান প্রচুর দর্শক। উপস্থিত ছিলেন আড়শা থানার ওসি বিশ্বজিৎ সরকার, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ।

Post Comment