নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর ও বান্দোয়ান :
কেউ গিয়েছিলেন ফুটবল খেলা দেখতে, তো কেউ ধানক্ষেত। কিন্তু পরিণতি এক—উধাও হয়ে গেল মোটর বাইক। পৃথক দুটি ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে রঘুনাথপুর ও বান্দোয়ান থানায়।
রঘুনাথপুরের নতুনডি গ্রামের হিকমাতুল্লা খান জানান, ২৭শে আগস্ট বাইক নিয়ে বামররা গ্রামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন। খেলা শেষে ফিরে এসে দেখেন বাইকটি নেই। অন্যদিকে বান্দোয়ানের মিরগিচামী গ্রামের সহদেব মাহাতো অভিযোগ করেছেন, ১৯ আগস্ট সকালে ধানক্ষেত দেখতে গিয়ে কুঁচিয়া–রাজগ্রাম সড়কের ধারে মাঠে বাইক রেখে ছিলেন। ঘণ্টা খানেক পর ফিরে এসে দেখেন সেটি চুরি হয়ে গেছে।
দুটি ঘটনার ভিত্তিতে অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।










Post Comment