insta logo
Loading ...
×

খুনের মামলার প্রধান সাক্ষীকে মেরে ফেলার চেষ্টা

খুনের মামলার প্রধান সাক্ষীকে মেরে ফেলার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

খুনের মামলার প্রধান সাক্ষী হওয়াই কাল হল পিন্টু পরামানিকের। অভিযোগ, তাঁকে খুনের চেষ্টা চালাল এক যুবক। রবিবার পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়া শহরের নাপিত পাড়ার বাসিন্দা পিন্টু পরামানিক। পুলিশ জানিয়েছে, নাপিত পাড়ার বাসিন্দা অভিযুক্ত যুবক আকাশ সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার বিকেলে নাপিত পাড়ার একটি মন্দির চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন পিন্টু। সেসময় আকাশ সিং নামে এক যুবক লোহার রড নিয়ে তাঁর মাথায় লাগাতার আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পিন্টু। তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা পিন্টুকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন।

পিন্টু পরামানিকের দাবি, কয়েক মাস আগে ওই এলাকায় এক মহিলার খুনের মামলায় তিনি প্রধান সাক্ষী। সেই কারণেই তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Post Comment