insta logo
Loading ...
×

খাটজুড়ি–কাঁসরা সংযোগ রাস্তায় ধস, চরম বিপদে গ্রামবাসী

খাটজুড়ি–কাঁসরা সংযোগ রাস্তায় ধস, চরম বিপদে গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

ঝালদা থানার খাটজুড়ি–কাঁসরার সংযোগকারী রাস্তায় টানা বৃষ্টির জেরে ভয়াবহ ধস নেমে চরম বিপদের মুখে পড়েছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, জলের তোড়ে রাস্তার নীচের মাটি সরে গিয়ে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

গ্রামবাসী অম্বিকা মাহাতো ও সমীর মাহাতোর অভিযোগ, “এই রাস্তা শুধু খাটজুড়ি ও কাঁসরার মধ্যে যোগাযোগের মাধ্যম নয়, পাশাপাশি রামগড় ও রাঁচির সঙ্গে পুরুলিয়ারও অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ। ফলে ধসের প্রভাব অনেক বেশি।” তাদের আরও দাবি, রাস্তা তৈরির সময় গ্রামবাসীরা ঠিকাদারকে রাস্তার দু’পাশে গার্ডওয়াল দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু ঠিকাদার তা মানেননি বলেই আজ এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

দ্রুত মেরামতির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েত সদস্যা রাধারানী মুখার্জী জানান,
“আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঝালদা ১ নং ব্লকের বিডিওর কাছেও সমাধানের জন্য আবেদন জানানো হয়েছে। তবে এখনও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছি এবং যত দ্রুত সম্ভব মেরামতির জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা চালাচ্ছি।”

Post Comment