নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কোটশিলা থানার খটঙ্গা হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) প্রাঙ্গণে শনিবার বনমহোৎসব পালিত হলো । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএফও সায়নী নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত অধিকারী, কোটশিলা বনাঞ্চলের আধিকারিক গিরিধন রায় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডিএফও ও প্রধান শিক্ষক গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান, পরিবেশ রক্ষায় প্রত্যেকে যেন নিজ বাড়ি বা তার সংলগ্ন খালি জমিতে অন্তত একটি করে গাছের চারা রোপণ করে। বনমহোৎসবের অংশ হিসেবে এদিন ছাত্রছাত্রীদের মধ্যে ৩০০টি চারা গাছ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ৩০টি চারা রোপণ করা হয় শিক্ষকদের তত্ত্বাবধানে।






Post Comment