insta logo
Loading ...
×

ক্ষুব্ধ আদিবাসীরা, আন্দোলন মানবাজারে

ক্ষুব্ধ আদিবাসীরা, আন্দোলন মানবাজারে

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

পুনস্যা একলব্য মডেল স্কুলে পুনরায় পঠনপাঠন চালু করতে হবে। বাতিল করতে হবে ভুয়ো এসটি (শিডিউল ট্রাইব) সার্টিফিকেট। মহকুমা স্তরে একটি নতুন মডেল আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে। মূলত এই তিনটি দাবিকে সামনে রেখে শুক্রবার বিকেলে মানবাজার মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা।

সমিতির জেলা সভাপতি সতন সরেন জানান, গত ২৫শে এপ্রিল পুনস্যা একলব্য মডেল স্কুলে পঠনপাঠন চালু করার দাবিতে মহকুমা শাসকের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনার ভিত্তিতে স্কুলটি চালু করার বর্তমান অগ্রগতি সম্পর্কে জানার জন্যই এদিন ফের স্মারকলিপি জমা দেওয়া হয়। তিনি আরও জানান, “ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল এবং মহকুমা স্তরে নতুন একটি মডেল স্কুলের আবাস নির্মাণের দাবিও তোলা হয়েছে।” এই কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মহকুমা শাসক মানজার হোসেন আনজুম জানান, “আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে একাধিক বিষয়ে লিখিত দাবি জানানো হয়েছে। দপ্তর বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করবে।”

Post Comment