নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ক্যানেলের জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভজহরি মাহাত।বয়স ৪৫ বছর। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার মনিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সোমবার সন্ধ্যায় গ্রামের কাছে থাকা ক্যানেলে বেড়াতে যান। সেখানেই অসাবধানতাবশত তিনি ক্যানেলের জলে পড়ে যান। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহটি পুলিশ তাদের হাতে তুলে দেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। শোকের ছায়া নেমে আসে গ্রামে।
Post Comment