insta logo
Loading ...
×

কোথায় বিকাশ? কংসাবতীতে তলিয়ে যাওয়া ছাত্রের সন্ধানে জোর তল্লাশি

কোথায় বিকাশ? কংসাবতীতে তলিয়ে যাওয়া ছাত্রের সন্ধানে জোর তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার তিন দিন পরেও মেলেনি জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র বিকাশ দাসের কোনও খোঁজ। পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকার বাসিন্দা বিকাশ বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায়। রবিবার সকালেও তার পরিবার নদীর তীরে ভেঙে পড়া মন নিয়ে অপেক্ষা করতে থাকে, যদি কোনো আশার আলো জ্বলে।

টামনা থানার শিমুলিয়া গ্রামের কাছে কংসাবতী নদীতে এদিনও তল্লাশি অভিযান চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। একটি দল নদীর দুই ধারে ঘুরে ঘুরে খোঁজ চালায়, অপর দলটি বোটের সাহায্যে জলপথে তল্লাশি শুরু করে। টামনা থেকে কেন্দা থানার বানসা পর্যন্ত প্রায় ২০ কিমি দীর্ঘ নদীপথে তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো সাফল্য মেলেনি। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ শিমুলিয়া এলাকার কংসাবতী নদীতে স্নান করতে নামে পাঁচ কিশোর। স্নানের মাঝে মোবাইলে সেলফি তুলতে গিয়ে আচমকাই নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দুই ছাত্র— বিকাশ দাস ও হামজা কুরেশি। দুজনেই পুরুলিয়া জেলা স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। বিকাশ চিড়াবাড়ি ও হামজা কসাইমহল্লার বাসিন্দা।

ঘটনার পরেই পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। শুক্রবার হামজার নিথর দেহ ভেসে ওঠে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিমি দূরে দলদাঁড়ি ঘাটে । কিন্তু বিকাশের সন্ধান এখনও অধরা। শোকস্তব্ধ পরিবার প্রহর গুনছে, যদি কোনো আশার খোঁজ মেলে।

Post Comment