নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মঙ্গলবার পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত তুলনায় কম হলেও কিছু জায়গায় মাঝারি মাত্রায় হয়েছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে পাড়ায়— ২৫.২ মি.মি। কাছাকাছি কাশীপুরে ২৩.২ মি.মি। মানবাজারেও বৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য— ১৪ মি.মি।
অন্যত্র বৃষ্টি তুলনামূলকভাবে হালকা। ঝালদা (২.৫ মি.মি.), জয়পুর (৩.২ মি.মি.), বলরামপুর (৩ মি.মি.), হুড়া ও বরাবাজারে ৪.২ মি.মি. করে, হাতোয়াড়ায় ১.৫ মি.মি. এবং বাঘমুণ্ডিতে ১.২ মি.মি। তবে নিতুড়িয়া, সাঁতুড়ি ও পুঞ্চায় একফোঁটাও বৃষ্টি হয়নি।
সব মিলিয়ে জেলায় গড় বৃষ্টিপাত দাঁড়িয়েছে ৬.৩২ মি.মি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










Post Comment