নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কোথাও ভারী, কোথাও সামান্য বৃষ্টি জেলা জুড়ে। গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের চিত্র ছিল এমনই বিচিত্র। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও বৃষ্টি একেবারেই হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জেলাজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৯.৪৬ মিলিমিটার।
জেলার মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে বরাবাজারে—২৪.৬ মিলিমিটার। ঝালদা (২২.২ মি.মি.) এবং হুড়া (১৮.৪ মি.মি.) এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে বলরামপুরে ১৬.২ মি.মি., কাশিপুরে ১৫.২ মি.মি. এবং পুঞ্চায় ১২.৪ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, জয়পুর এবং সাঁতুড়ি অঞ্চলে বৃষ্টি হয়নি। বাঘমুণ্ডি, মানবাজার, নিতুড়িয়া ও পাড়া এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে, যার পরিমাণ ২ থেকে ৪ মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।











Post Comment