নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
পুরুলিয়া জেলায় মঙ্গলবার বৃষ্টির চিত্র ছিল চরম বৈপরীত্যে ভরা। জেলার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও, বেশ কয়েকটি ব্লকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। জেলা প্রশাসনের আবহাওয়া পর্যবেক্ষণ অনুসারে, এদিন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১১.৯১ মিলিমিটার।
বৃষ্টির নিরিখে সবচেয়ে এগিয়ে ছিল পাড়া ব্লক (৩৪.৬ মিমি) এবং হাতোয়াড়া (৩৪.৪ মিমি)। তালিকায় এর পরেই রয়েছে বাঘমুন্ডি (২৭.০ মিমি) এবং বলরামপুর (২৩.২ মিমি)। কিন্তু একই জেলার জয়পুর ও বরাবাজার ব্লকে বৃষ্টির পরিমাণ ছিল শূন্য।
অন্যদিকে, ঝালদা (৭.৪ মিমি), নিতুড়িয়া (৫.৬ মিমি), সাঁতুড়ি (৫.২ মিমি), হুড়া (৩.২ মিমি), পুঞ্চা (১.২ মিমি) এবং মানবাজার (২.০ মিমি)-এ সামান্য বৃষ্টির খবর মিলেছে। কাশীপুর ব্লকে হয়েছে ১১.০ মিমি বৃষ্টি।
এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। হালকা আর্দ্রতা থাকলেও ভারী গরম অনুভূত হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলার দক্ষিণ-পশ্চিমাংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Post Comment