insta logo
Loading ...
×

কোটশিলায় সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, শোকস্তব্ধ পরিবার-গ্রামবাসী

কোটশিলায় সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, শোকস্তব্ধ পরিবার-গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এল পুরুলিয়ার কোটশিলা থানার টাটুয়াড়া অঞ্চলের বারুডি গ্রামে। মৃত্যুবরণ করেছেন এক সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নবীন চন্দ্র মাহাত (৩৮)।

পরিবার ও পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে নবীনবাবুকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই সেখানেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

সন্ধ্যাবেলায় নবীনবাবুর দেহ গ্রামে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবার-পরিজন ও প্রতিবেশীরা। মৃত্যুর খবরে কোটশিলা থানার ওসি তারাপদ মণ্ডল গ্রামে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান এবং সমবেদনা জানান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবীনবাবু দায়িত্ববান ও জনপ্রিয় সিভিক ভলান্টিয়ার ছিলেন। তার অকালপ্রয়াণে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Post Comment